Home » জেলার খবর » বই বন্ধু

বই বন্ধু

আমাদের সভ্যতা ক্রমশ জালবিন্যাস করছে। আর সেই অন্তর্জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছে আট থেকে আশি। ভার্চুয়ালের দুনিয়া আমাদের ক্রীড়নক করে রেখে দিচ্ছে। এই অশুভ আবর্ত থেকে মুক্তির দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ – বই বন্ধু ক্লাব। মিত্র ঘোষ পাবলিকেশন এবং বিবেকানন্দ গ্রন্থাগারের উদ্যোগে বাচ্চাদের বইমুখী করার লক্ষ্যে আয়োজন এই ক্লাবের। মোবাইল, গেম ইত্যাদি শিশুদের বই পড়ার নির্মল আনন্দ থেকে বঞ্চিত করছে। শিশুদের বইমুখীনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রায় ১৬০ জন শিশুর সক্রিয় অংশগ্রহনে মহাসমারোহে এই ক্লাবের অনুষ্ঠান আয়োজিত হল সিউড়িতে। মিত্র ঘোষ প্রকাশনা সংস্থার পক্ষে ইন্দ্রানী রায়,অতনু প্রজ্ঞান বন্দোপাধ্যায়,নুর ইসলাম এবং সাহিত্যিক বিনোদ ঘোষাল এই অনুষ্ঠানে শিশুদের বই পাঠে উৎসাহিত করেন। বিবেকানন্দ গ্রন্থাগারের পক্ষে সোমেশ্বর বড়াল, বিশিষ্ট গল্পকার সুব্রত নাগ, বিশিষ্ট কবি কুন্তল মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
ভিডিও অপূর্ব দাস

Comments