Home » জেলার খবর » উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরতে থাকা এক বালক কে উদ্ধার করলো পুলিশ

উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরতে থাকা এক বালক কে উদ্ধার করলো পুলিশ

বীরভূম ৭ জুলাইঃ- উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরতে থাকা এক বালক কে উদ্ধার করলো পুলিশ। বাড়ির ঠিকানা ঠিক মতো বলতে না পারায় উদ্ধার হওয়া বালকটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে পুলিশ। বালকের পরিবারের খোঁজ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজারে। পুলিশ সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে মহম্মদ বাজার বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয় রফিকুল শেখ(১১) নামে এক বালক কে। পুলিশ কে সে জানায় বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার আখেরবেল গ্রামে। পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। বাবা কেরামত আলি শেখ তিনি সৌদি আরবে কাজ করে। বাড়িতে দাদা ও মা আছে। পুলিশ সেই ঠিকানা নিয়ে খোঁজ খবর করে কিছুই পায়নি। পুলিশ ওই বালক কে সিউড়ির চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে। যদিও ওই বালক টি তার গ্রামের নাম বলে গাকুন্দা বহরমপুর থানার। সেটাও খোঁজ করে দেখছে পুলিশ। তবে বালক কি কারনে বাড়ি থেকে চলে এসেছে সেটা কিছু জানায় নি। চাইল্ড লাইন কর্তীপক্ষও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments