Home » ছবি » ‘খোয়াই’-এর পানে

‘খোয়াই’-এর পানে

বিশ্বের দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে প্রকৃতির যে টানে,বোলপুর শান্তিনিকেতনের  সেই অন্যতম জায়গাটি নাম “খোয়াই”।যেখানে প্রকৃতির সাথে হৃদয় মিলে মিশে এক অদ্ভুত অনুভূতির সাড়া জাগায়।সোনাঝুড়ি জঞ্জলে যেখানে মন হারিয়ে যায়।শনিবারের “খোয়াই”এর হাটে র ও আছে এক অন্যরকম মাহাত্য।বেশ কিছু দূর্লভ জিনিষও যা এই হাটেই চোখে পরবে।এক অন্যরকম আকর্ষন…..
“বাউলের” গানে “লাল মাটির” টানে বার বার মন ছুটে যাবে “খোয়াই”এর পানে।
ছবি ও তথ্য :- Mousumi Dutta Majumder

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments