Home » কবিতা ও ছড়া » সুপ্রভাত বন্ধুরা

সুপ্রভাত বন্ধুরা

রাত জেগে এনেছি তুলে
ভোর হলো যে এসো চলে
ইলিশ চিংড়ি পাবদা পোনা
শুরু হোক বেচা- কেনা
ক্লান্ত শরীর শান্ত মন
সারা রাতের কঠোর শ্রম
ভরবে তোমার মন জানি
সাথে থেকো বন্ধু তুমি।
সুপ্রভাত বন্ধুরা……….
কবিতা :- Mousumi Dutta Majumder.

image

বিঃদ্রঃ- ছবি বীরভূমের নয়, কবিতাটির সাথে সামঞ্জস্য রাখতে দেওয়া হয়েছে।

Comments