Home » কবিতা ও ছড়া » ৫০০ ও ১০০০ বন্ধ নিয়ে মানুষের দ্বিমত

৫০০ ও ১০০০ বন্ধ নিয়ে মানুষের দ্বিমত

নীচের কবিতা দুটি পড়ুন


*****জনতার দাবি*****

আমরা সব নিয়েছি সয়ে,
ব্যাঙ্কে ,এটিএমে লম্বা লম্বা লাইন,
নেতা, মন্ত্রী, ডাক্তার ,উকিল, আড়তদাররা প্রস্তুত হোন,
দিতে হবে এবার ফাইন।

বিছানার তলায়,সোফার নীচে
জমানো যত কালো টাকা,
এসেছে সময় ,হয়েছে কাগজ ,
যা আছে লুকিয়ে রাখা।

রাতের ঘুম নিয়েছে কেড়ে ,
সাধের জমানো নোট,
কার কাছে আছে কত কালো টাকা, হিসাব নিতে জনগণ একজোট।

এক দুই মাসের এই হয়রানি,
নেব মাথা পেতে আমরা,
যাদের আছে হারানোর ভয়,
ভয় পাক শুধু তারা।

যেসব লোকের আয় এক দু বছরেই ,বেড়ে হয়েছে পাঁচ, দশ গুণ
জেল হোক তাদের স্থায়ী ঠিকানা,
খাদ্য হোক জেলের ভাত আর নুন।

টাকার জোরে ক্ষমতার দম্ভ ,
সবই হবে এবার ফিকে,
কোথায় গেলে হবে কালো টাকা সাদা?
হই চই চারিদিকে।

যাদের পরিশ্রমের টাকা কেড়ে তোরা,করেছিলিস টাকার পাহাড়
সেই যক্ষের ধন, টিপছে গলা
করছে সম্মিলিত প্রহার।

জানি তবুও গঙ্গার জলে,
রয়ে যাবে কিছু ময়লা
জনগন সব সইতে পারে,
হোক না যতই ঝামেলা।

 

****তুঘলকি ফরমান****

আজ থেকে বন্ধ পাঁচশো এবং হাজার টাকার নোট,
আমাদের যা ইচ্ছা তাই করবো ,সামনে নেই কোনো ভোট।

কালোধন নষ্ট করতে নাকি এই অভিযান,
সাধারণ মানুষ কী দোষ করেছে?
কেন তারা হবে হয়রান?

যার কাছে আছে পাঁচশ, হাজার টাকার নোট ,
সে তো আজ বাজার করতে , পেট্রোল ভরাতে , গেলে খাবে চোট।

সাধারণ মধ্যবিত্ত কী করবে?ভেবে মাথায় হাত,
দোকানপাট বন্ধ হবে, পড়বে কী পাতে ভাত?

ব্যাংকের সামনে লম্বা মিছিল, কাজ ছেড়ে থাক পড়ে,
তাতেও কী পাওয়া যাবে একশ টাকা,
দুশ্চিন্তায় মাথা ধরে।

যে আজ করছে সফর ট্রেনে বা প্লেনে
বা ঘুরছে টুরিস্ট স্পটে,
কোথায় পাবে সে একশ টাকার নোট?
আচ্ছা ঝামেলা বটে।

আজ যদি দুর্ঘটনায় পড়ে ,বাস ট্রেন বা অন্য যান,
পাঁচশ হাজার টাকার নোট নিয়ে,
নার্সিংহোমে কি করবে ভর্তি?বাঁচবে কী আপনার প্রাণ?

করতে কালাধন দূর, মোদীজি দিলেন এ’কি ফরমান?
এই ক দিন ঘরে বসে, সবাই মাড়ভাত খান।

কাবু মন্ডল
দুটি লেখায় কাবু মন্ডলের।

Comments