Home » ছাত্রবন্ধু » চলুন ভালো কিছু করি

চলুন ভালো কিছু করি

বীরভূম লাল মাটির দেশের – এর উদ্দোগ্যে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে  ‘ ছাত্রবন্ধু ‘ নামক কর্মসূচি নেওয়া হয়েছিল। সেইসূত্রে এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীদের  সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি , তাদের মধ্যে আজ বাতিকার অভেদানন্দ মহাবিদ্যালয়ের বৈশাখী রক্ষিতকে তার পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পাঠ্যপুস্তক , খাতা এবং আর্থিক সাহায্য দেওয়া হল। বৈশাখী রক্ষিত এই বছর মাধ্যমিকে ৬২৩ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, তার বাবা একজন ঠেলা চালক (ফুচকা বিক্রেতা) ও মানসিক ভারসাম্যহীন। আমাদের কাছে  সে কলা বিভাগ নিয়ে পড়াশুনা করা ও ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আমরা তার পাশে দাঁড়ানোর অঙ্গিকারবদ্ধ হয়েছিলাম।

আমাদের এই কর্মসূচিতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন –

১) মাননীয় শ্রী মুকেশ কুমার ,আই.পি.এস.,জেলা আরক্ষাধ্যক্ষ, বীরভূম । (ব্যক্তিগত ভাবে দশ হাজার টাকা অর্থ সাহায্য)

২) অভিষেক চৌধুরি,সিউড়ী বীরভূম। (পাঠ্যপুস্তক)

৩) অংশুমান দাস, সিউড়ী , বীরভূম। ( খাতা )

আগামীদিনের পদক্ষেপগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের এই নিরস্বার্থ প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

Comments