Home » জেলার খবর » জাতীয় সড়কে বাস ও লরির সংঘর্ষ

জাতীয় সড়কে বাস ও লরির সংঘর্ষ

মহঃবাজার : আজ সকাল নটা নাগাদ মহঃবাজার থানার জয়পুরে যাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির সংঘর্ষ হয়।সংঘর্ষ এ বাসের দশজন আহত হয়। বাসটি সিউড়ি থেকে সাঁইথিয়া আসছিল। আসার পথে একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানান বাসের আহত যাত্রী অজিত কুমার মণ্ডল, অনুপ দে, অসীম বাগ্দীরা। এই দুর্ঘটনায় লরির চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় ৬০ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে।
ছবি ও তথ্যঃ দীপক কুমার দাস। সিউড়ি।

Comments