Home » জেলার খবর » অ্যাসিড হামলায় ৩ বছরের জেল

অ্যাসিড হামলায় ৩ বছরের জেল

বিয়ের প্রস্তাবে সারা না দেওয়াই স্কুল ছাত্রীকে অ্যাসিড দিয়ে হামলার ঘটনায় এক যুবককে তিন বছর কারাদন্ডের সাজা দিলেন বিচারক। এর সঙ্গে আক্রান্ত ওই ছাত্রীর জন্য রাজ্য সরকারকে ক্ষতিপূরনের নির্দেশ আদালতের। সিউড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দান করেন মঙ্গলবার।
আদালত সূত্রে জানা গিয়েছে আক্রান্ত স্কুল ছাত্রী হলেন খালিদা ইমন। বাড়ি সিউড়ি থানার গোবিন্দপুরে। তিনি ঘটনার সময় সিউড়ির কালিগতি নারী শিক্ষা নিকেতনে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতো। আর দোষী যুবক হলেন শেখ আনোয়ার হোসেন তাঁর বাড়ি একই থানার জুনিদপুর গ্রামে। ছোটো আলুন্দা গ্রামে আক্রান্ত স্কুল ছাত্রী ও দোষী যুবক এক সঙ্গে একটি বেসরকারী স্কুলে পড়াতো। অভিযোগ সেই সময় খালিদাকে বারবার বিয়ের প্রস্তাব দিতেন ওই যুবক। কিন্তু ওই যুবকের প্রস্তাবে কোনো ভাবেই সারা দেয়নি সে। সেই আক্রোশে ২০১১ সালের ১১ নভেম্বর সকাল সাড়ে এগারো টা নাগাদ ওই স্কুল ছাত্রীকে সাঁইথিয়ার ময়ূরাক্ষীর নদীর সেতুর কাছে অ্যাসিড নিয়ে হামলা করে আনোয়ার। ছাত্রীটি সিউড়িতে পড়তে আসছিল তখন। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ছাত্রীকে সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কোলকাতাতে চিকিৎসা করা হয়। ছাত্রীর মুখে, হাতে ও গলাতে অ্যাসিড লাগে। বহুদিন চিকিৎসার পর সুস্থ হয় ওই আক্রান্ত ছাত্রী। ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় ও পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে। এদিন বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ৩ বছর কারাবাসের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য আনোয়ার ও তাঁর পরিবারের পক্ষ থেকে ফের বিয়ের প্রস্তাব ও মোটা টাকা দেওয়ার প্রলোভন দেওয়া হয় ছাত্রীর পরিবারকে। যদিও রাজ্য সরকারের সেচ দফতরের কর্মী বাবা তাঁর একমাত্র মেয়ের উপর হামলার ঘটনায় কোন ভাবে দোষীকে ছাড়তে নারাজ ছিলেন এবং তারা অভিযুক্তের পরিবারের আবেদন নাকচ করে দিয়ে আইনের মাধ্যমে লড়াই করার সিদ্ধান্ত নেন তখন। অভিযুক্ত যুবকের সাজা হওয়ায় খুশি এলাকা বাসী থেকে আক্রান্ত ছাত্রীর পরিবার। যদিও আপাত নীরিহ যুবক আনোয়ার কেনোই বা সেই দিন এতো হিংস্র কাজ করে ছিল তা নিয়ে বিস্মিত হয়েছিলেন সবাই! সিউড়ি আদালতের সরকার পক্ষের আইনজীবী বিকাশ পৈতন্ডি বলেন, বিয়ে করার জন্য বারবার উত্যক্ত করতো আনোয়ার। তাতে প্রত্যাখাত হয়ে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আমলা করে। সেই মামলায় দোষী সাবস্ত করেছেন বিচারক অলিভা রায়। ৩ বছর সশ্রম কারাদন্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। তা থেকে ৫ হাজার টাকা ওই আক্রান্ত ছাত্রীকে দেওয়া হবে এর সঙ্গে রাজ্য সরকারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
ভিডিও শুভদীপ পাল
তথ্যঃ কৌশিক সালুই

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments