Home » জেলার খবর » মৌমাছির তান্ডবলীলা

মৌমাছির তান্ডবলীলা

বুনো মৌমাছির তান্ডবে জখম বহু মানুষ। ঘটনায় কয়েকজন হাসপাতাল চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকড়তলা গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার সকালে কাঁকড়তলা গ্রামের ই.সি.এলের পরিত্যক্ত আবাসনের গাছে বুনো মৌমাছির একটি বিশাল চাক ছিল। এদিন সকালে কেউ ওই মৌচাকে ঢিল মেরে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই বুনো মৌমাছির তান্ডব শুরু হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে উড়ে ওই এলাকা দিয়ে পারাপার করা মানুষ জনের উপর আক্রমন শুরু হয়ে যায়। কাছেই খয়রাসোল বাবুইজোড় রাজ্য সড়কে যান বাহন ও মানুষ চলাচল বন্ধ হয়ে যায় দুপুর পর্যন্ত। ঘটনার সময় মৌমাচির আক্রমনে যে যেদিকে পালিয়ে বাঁচে। সাইকেল মোটর সাইকেল, ধান বোঝায় গরুর গাড়ি ছেড়ে লোক পালিয়ে যায়। কাছে কাছি থাকা দোকান পাটও বন্ধ হয়ে যায়। বাড়ির দরজা জানালা বন্ধ করে ভিতরে ঢুকে যায় সব মানুষ জন। দুপুরের পর মৌমাছির দল কিছুটা শান্ত হয় ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় প্রায় ৪০ জন বুনো মৌমাছির কামড় খেয়েছেন। ঘটনায় শেখ মুলুক চাঁদ ও ষষ্টি দাস সহ আরও একজন নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আক্রান্ত শেখ মুলুক চাঁদ ও ষষ্টি দাস এবং শেখ প্রিন্স জানান, কিছু বুঝে ওঠার আগে এক ঝাঁক মৌমাছি ছেকে ধরলো। তাঁর পর গোটা শরীরে জ্বালা যন্ত্রণা। ঘটনার পর এলাকার মানুষ জন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে।
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments