Home » জেলার খবর » অজয় নদে জল বাড়ায় ভেঙ্গে গেল ফেরী ঘাট

অজয় নদে জল বাড়ায় ভেঙ্গে গেল ফেরী ঘাট

অস্থায়ী এই ফেরিঘাট ভেঙ্গে যাওয়ার ফলে বিচ্ছিন্ন হল বাস যোগাযোগ। বীরভূমের জয়দেব, সিরসা অঞ্চলের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়লো বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চল।
ছবি ও তথ্যঃ বিধান রায়

Comments