Home » কবিতা ও ছড়া » অঙ্গীকার

অঙ্গীকার

ধর্ষিতার জ্বালা বুকে নিয়ে,
বইছিল সারা দেশ,
অবশেষে বিচার পেয়ে,
মনে শান্তি অবশেষ।

অনেক প্রশ্ন, অনেক চিন্তা
তবুও করে গ্রাস
এতো কিছু পরেও তবু
কেন ধর্ষকের কমেনি উচ্ছাস?

রোজ সকালে টিভি খুলতেই,
সেই চেনা ছবি
রক্তে রাঙা নারীর বিবস্ত্র শরীর
কবে সমাজ পাল্টাবি?

মানসিকতা না বদলালে,
বদলাবে কোথায় দেশ?
আমাদের মাঝেই ধর্ষক ঘুরছে,
নিয়ে ভালো মানুষের ছদ্মবেশ।

হোক না তারা যতই বহুরূপী,
রাখি চোখ ,কান খোলা
নারী, তোমার পাশে সদাই থাকবো,
নও তোমরা ভোগপণ্য,অবলা।

বিষ্ণু মন্ডল

Comments