Home » কবিতা ও ছড়া » আগমনী

আগমনী

II আগমনী II

– প্রশান্ত রায়

 

দিয়েছিলে সেদিন আগমনীর পূর্বাভাস

তোমার ঐ বিষ চোখে ঝড়ে পড়েছিল

অবিরাম সুধার ধারা….

মলিন আঁচলের তলায় নিয়েছিলাম বাস…

কালো মেঘের হাতছানিতে

মিশে গিয়েছিল,

রক্ত রঞ্জিত পদচিন্হ…

তোমার স্পর্শে হৃদয় হতে চায়

ধূসর বালুকারাশি …

যার মাঝে থাকবে তুমি

ফণিমনসার বাঁধন দিয়ে….

কাঁটা বেড়ার ছায়ায়

চির ধূসারিত হৃদয় পাক

সবুজের সংবাদ …

শুনেছিলাম সেদিন কর্কশ বাণী,

দেহের মাঝে ছায়া পড়েছিল

উড়ে চলা শঙ্খ চিলের…

বুকের মাঝের অসংযত রক্ত-

ধুয়ে দিয়েছিল চির মলিন পথ…

সেই পথ ধরেই আগমন তোমার..

আমার বিদীর্ণ বুকে …

Comments