Home » জেলার খবর » অক্ষয় কুমারের ট্যুইট প্রিয়াঙ্কাকে নিয়ে

অক্ষয় কুমারের ট্যুইট প্রিয়াঙ্কাকে নিয়ে

বীরভূমের সাঁইথিয়ার রাস্তায় সোমবার বিকেলে উত্যক্ত করা ৩ যুবককে পিটিয়ে ঠান্ডা করেছে সে। শুধু সেই নয় জড়ো হয় প্রতিবেশীরাও উত্তম মধ্যম দিতে দ্বিধা বোধ করেননি। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়ঙ্কা সিংহ রায়, এখন বীরভূমের হিরো। শুধু বীরভূমেরই নয় প্রতিবাদ করার জন্য সে গোটা ভারতের মেয়েদের আইকন। আর সেই খবর ন্যাসনলিজ হতেও সময় লাগেনি। এবার তার কথা বলে টুইট করলেন স্বয়ং অক্ষয় কুমার।

অক্ষয় মার্শাল আর্টে দক্ষ, সিনেমার সমস্ত স্টান্টও করেন নিজে। তিনি নিজে প্রিয়াঙ্কার এই কাজে মুগ্ধ হয়ে সেই ১৮ বছরি বালিকাকে উজাড় করে প্রশংসা করেছেন। ট্যুইটে লিখেছেন, “এই খবর পড়ে অত্যন্ত খুশি হয়েছি। বহু মানুষের পক্ষে রোল মডেল… তুমি আরও এগিয়ে যাও”।

Comments