Home » কবিতা ও ছড়া » আমি বীরভূম

আমি বীরভূম

জেলার আরও খবর এবং অন্যান্য তথ্য পেতে আমাদের YouTube channel- www.youtube.com/c/BirbhumTheLandofRedSoil , website- www.birbhum.org এবং ফেসবুক পেজে চোখ রাখুন।।ami BIRBHUM
পশ্চিমবঙ্গের একটি জেলা
আমি বীরভূম
লালমাটিতে শোভিত আমি
আমি তোমাদের মাতৃভূম।
মোর প্রাণের ওই শান্তিনিকেতন
সেইতো আমার গর্বের পেটিকা
রবীঠাকুরের অমূল্যসৃষ্টিতে
আজ আমি এক অলকা।
দুবরাজপুরের ওই মামাভাগ্নে
সে যে মোর অহংকার
হেতমপুরের মূল্যবান রাজগৃহ
বাড়িয়ে দেয় হৃদয়ের ঝংকার।
নীরবে জাগি একাকি কখনও
লাভপুরের ফুল্লরামন্দিরে
কখনও আমি রাজনন্দিনী
তারাপিঠের তারার মন্দিরে।
মায়াবী বড়ই পাথরচাপুরীর
দাতাবাবার গায়ে চাদর চড়িয়ে
হর্ষিত হয় বীরচন্দ্রপুরের
বাঁকারায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে।
সোনার ছেলে তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায়
বাড়িয়েছে মোর সম্মান
জয়দেববাবার গীতগোবিন্দতে
চর্চিত দিনমান।
তিলপাড়ার ওই জলকেলিতে
হয় বড়ই উল্লসিত
নন্দীকেশ্বরী নলহাটেশ্বরী কঙ্কালিতলায়
আমি বড়ই সজ্জিত।
বক্রেশ্বরের ওই তাপবিদ্যুৎ এ
আলোকিত মন-প্রাণ
উষ্মপ্রস্রবণের রহস্যতায়
বর্ধিত হয় সম্মান।
ময়ূরাক্ষী কোপাই দ্বারকা ব্রাক্ষনী
এসব নদীতেই আমি সজ্জিত
বর্ষাকালে ভীত হয় মন
এদের বন্যার রূপে আমি শঙ্কিত।
এসব নিয়েই সৃষ্ট আমি
গ্রাম ও শহর মিলে
গ্রামবাংলার রূপেই মুগ্ধ বেশি
শোভিত ওই মেঠোপথ সবুজগাছ ও বিলে।
আজ আমি তাই ভীষণ খুশি
আমি তোমাদের বীরভূম জেলা
সকলে মিলে যত্নে রেখো মোরে
কোরোনা অবহেলা।।

—–সংগৃহিত

Comments