Home » কবিতা ও ছড়া » আমি নারী

আমি নারী

আমি নারী


**সন্দিপ মুখার্জী

 

তোমরা আমায় দূর্গা সাজাও

অস্ত্র দিয়ে দশ হাতে

তোমরাই আবার মা বলে ডাকো

আমারে জোড় হাতে

কালো রুপের কালীতে তোমার

অতি নিদারুন ভক্তি

কালো কন্যা বিয়ের বেলায়

বাড়াও পনের শক্তি

তোমরা আমায় লক্ষী বানাও

পূজা করো ঘট পেতে

তবুও আমি নীরবে কাঁদি

দিন কাটে ভুখা পেটে

সরস্বতী হয়ে নাকি আমি

জ্বালায় শিক্ষার আলো

অথচ আমার স্কুল কলেজে

বাধা দাও তুমি ভালো

আমি আজ ওগো রাধা হতে  পারি

যদি তুমি হও মোর কালা

আমি হতে পারি প্রেমিকা তোমার

মেটাতে প্রেমের জ্বালা

আমি তোমার মা বৌ বোন

হতে পারি চিরসখা

আমায় একটু ভালোবাসা দিও

দিও না শুধু ব্যথা

আমি নারী ওগো অবলা আজো

শুধু চায় ভালবাসা

আমি মানবী আমিই প্রতিমা

মেটাব সকল আশা

Comments