Home » কবিতা ও ছড়া » আমরা শিক্ষক

আমরা শিক্ষক

কাবু মণ্ডল

আজ “শিক্ষক দিবস”উপলক্ষ্যে আমার সকল শ্রদ্ধেয় শিক্ষকদের প্রনাম ও শুভেচ্ছা জানাই।
আমার মতোই যারা এই মহান ব্রতের সাথে যুক্ত তাদের অভিনন্দন জানাই।

“না পাওয়ার” খাতাটার পাতা একটু বেশি ,
তবুও আমরা স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি।

আমরা শিক্ষক, সকলের মধ্যে জ্ঞানের আলো জ্বালাই,
আমরা শিক্ষক, নানা পেশায় শিক্ষিত করে,আমরা দেশ বানাই।
আমরা শিক্ষক,শিক্ষার্থীদের চিত্ত পবিত্র করি,
আমরা শিক্ষক, ভালোবেসে আপন করে ছাত্রছাত্রীদের আঁকড়ে ধরি।

আমরা শেখায় সবাইকে ,হও সত্যের পূজারী,
আমরা বলি,সাফল্যের পথ হোক যতই কণ্টকময়, কেউ কভু না ডরি।
শিক্ষার্থীরা আমাদের সন্তানসম,মিত্র, আপনজন,
তাদের সাফল্যে গর্বে ভরে ওঠে, আমাদের শিশুমন।

আমরা গড়ি, জাতির মেরুদন্ড
যুবসমাজের রক্তে আনি প্রতিবাদের উন্মাদনা,
বিদ্যালয়ই আমাদের মন্দির, মসজিদ, গির্জা,
শিক্ষার্থীদের নিয়ে চলে,বিবেক জাগরণের অনন্ত সাধনা।

আমরাই শেখায়, মনের ক্যানভাসে কল্পনার ছবি আঁকতে,
প্রেমের ভাষায় জগৎজুড়ে,মানবতাবোধ বজায় রাখতে।

আমরা নির্ভীক, বরুণ বিশ্বাস হয়ে করি নি প্রাণের ভয়,
আমরা ত্যাগী, আব্দুল কালাম হয়ে সবার মননে রয়।
আমরা প্রকৃতিপ্রেমী,রবি ঠাকুর হয়ে গড়ি প্রকৃতির মাঝে পাঠশালা,
আমরা যোগী, বিবেকানন্দ হয়ে বলি,
ভেঙে ফেল ভীরুতা, অজ্ঞতার তালা।

আমরাও রক্তমাংসের মানুষ, আমাদের আছে দুঃখ, কষ্ট, ক্রোধ, হতাশা, না পাওয়ার নানা অভিযোগ,
শিক্ষার্থীদের কাছ থেকে ভালোবাসা ,সম্মান, শ্রদ্ধাই আমাদের বড়ো পাওনা,
তাতেই ভুলে থাকি লাভ লোকসানের খাতার যোগ, বিয়োগ।

Comments