Home » কবিতা ও ছড়া » আমরা শিক্ষক

আমরা শিক্ষক

****আমরা শিক্ষক***

কাবু মণ্ডল

অনেক আমাদের পুঁথিগত শিক্ষা,

সকাল, বিকাল দিচ্ছি দীক্ষা

তবুও আমাদের মনে তিতিক্ষা,

ন্যায্য পারিশ্রমিক পাই না, পাই  ভিক্ষা।

 

আরও আছে দাবির বিষয়,

ক্লাস যেমন তেমন, নিলেও হয়,

আমরা মাস্টার, আমাদের কী ভয়?

জয় ছোট ক্লাসে একশ শিক্ষার্থীর কলরবের জয়।

 

এখন আর চিন্তা আসে না, ছাত্রদের ভবিষ্যতের কথা,

পঞ্চাশ শতাংশ মহার্ঘভাতা বাকি,

তাতেই তো মাথাব্যথা।

তারপর নেই ঘরের কাছে বদলি,

হিসাব শুধু মাস শেষে কতো পেলি।

 

 

আমরা শিক্ষক, বানায় সমাজের মেরুদন্ড

আমরাই আজ পাওয়ার লোভে,

বিবেককে করছি খন্ড, খন্ড।

 

আমরা কী আর সেই দরদ দিয়ে গড়ি ছাত্র?

সবাই আজ দেখন সুন্দর কিন্তু ছিদ্রযুক্ত

পাত্র।

 

নেই বিবেকের দংশনবোধ, নেই শিক্ষাদানের আনন্দ

প্রত্যেক শিক্ষকই প্রস্ফুটিত ফুল,

অল্পতেই আছে মকরন্দ।

 

এইভাবেই গড়েছি সমাজ,ভেজাল মন নিয়ে

বলার সময় সগর্বে বলি, পড়ছি আমরা পিছিয়ে।

 

আমরা জানি মোমবাতি মিছিল, আমরা জানি প্রতিবাদের ভাষা,

ঘরের কাছেই ইভটিজিং দেখলে,

আমরা নিশ্চিন্দে লাগায় কপাটে খিল।

 

আমাদের নেই নিজস্ব মূল্যায়ণ,

আমরা বানাই নিজস্ব ব্যাকরণ

আমাদের শিক্ষাগুড়ে আজ,

করে মাছি ভনভন

এই ভাবেই পার করে দেব কর্মজীবন।

 

পাওয়ার আশায় মেতেছি আমরা,

করছি জেনেশুনে ভুল

এই কী তোমার জীবনের উদ্দেশ্য,

উত্তর দাও শিক্ষককূল।

 

05/07/2016

 

আজকের দিনে বরুণ বিশ্বাসের হত্যা হয়েছিল,

তিনিও একজন শিক্ষক ছিলেন, আমরাও শিক্ষক ,তফাৎটা নিজেই বুঝুন

Comments