Home » জেলার খবর » আজনাই তো দেখেছেন, আর তাদের সদ্যজাত বাচ্চা ?

আজনাই তো দেখেছেন, আর তাদের সদ্যজাত বাচ্চা ?

অজয়পুর গ্রামের এক সারের স্তূপ থেকে গত মাসের ১৭ তারিখ অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস উদ্ধার করেন আজনাই বা অঞ্জনী (Mabuya) এর আটটি ডিম। সেগুলি অসুরক্ষিত অবস্থায় থাকায় তিনি সেগুলিকে নিয়ে আসেন নিজের বাড়ির সংগ্রহশালায়। তারপর গতকাল সেগুলি থেকে বের হয় তিনটি বাচ্চা, বাকিগুলো এখনো বেরোয়নি। শিক্ষক মহাশয় জানান বাকিগুলো বের হলেই পূর্ণবাসনের জন্য বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
[uam_ad id=”3726″]

Comments