Home » জেলার খবর » পুজোর থিম “ড্রাগের নেশা সর্বনাশা”

পুজোর থিম “ড্রাগের নেশা সর্বনাশা”

জনসংখ্যা বৃদ্ধি, অভাব বেকারত্ব, হতাশা, কুসঙ্গ, অধিক স্বচ্ছলতা প্রভৃতি কারণে লক্ষ লক্ষ মানুষ নেশায় আক্রান্ত। বিশেষ করে যুব সম্প্রদায়। পরিনাম চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ প্রভৃতি অসামাজিক কাজ কর্ম বৃদ্ধি। এমনকি মানষিক বিকার ও আত্মহত্যার প্রবণতাও বাড়ছে।
সেই কর্মের বিনাশের উদ্দেশ্যে অজয়পুর হাইস্কুলের শিক্ষক দীনবন্ধু বিশ্বাস মহাশয় ও ছাত্ররা মিলে সমাজে সচেতনতামূলক বার্তা রাখতে এবছরের পুজোয় এমন থিম করেছেন।
পূজার উদ্বোধন হয় আজ সকাল১০:৩০ টা নাগাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রী হিমাদ্রি কুমার আড়ি মহাশয়।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments