Home » জেলার খবর » এবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলকার

এবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলকার

৮ই ফেব্রুয়ারি, St. Teresa’s ছোট ছোট ছাত্রছাত্রীবাহী পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে। তারপর উল্টে যায় গাড়িটি। পাশেই ছিল বড় খাল, বড়সড় ক্ষয়ক্ষতির থেকে রক্ষা। আহত হয় ১৩ খুদে পড়ুয়া, ১ জনের অবস্থা আশঙ্কাজনক, তাকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। বাকিদের বোলপুরে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল বৈকাল বেলায় বোলপুরের মুলুকের কাছে। আহতরা প্রত্যেকেই ১০ থেকে ১২ বছর বয়সী। ক্ষুদেদের অভিযোগ দ্রুত গতিতে চলছিল গাড়িটি। প্রতিদিনের চালকের বদলে ছিল অন্য চালক। ঘটনার পর দুর্ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক। ঘটনার তদন্তে আশ্বাস দেন তিনি এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
ভিডিও প্রসেনজিৎ মালাকার
তথ্যঃ জীবন চক্রবর্তী

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments