Home » জেলার খবর » অন্য টানে নবান্ন

অন্য টানে নবান্ন

শুধু একঝলক

নবান্ন পশ্চিমবঙ্গেরঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম।”নবান্ন” শব্দের অর্থ “নতুন অন্ন”।নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। চলে বিভিন্ন অনুষ্ঠান।
আখড়ার নবান্নও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই হয়ে থাকে, তবে তা অবশ্যই মনমাতানো বাউল কেন্দ্রিক। বীরভূমের সিউড়ির অন্তর্গত কালিপুর গ্রামে ‘গোলবাড়ি’ তে বেশ কয়েকবছর ধরেই আয়োজন হচ্ছে এই উৎসবের। আসেন বিভিন্ন শিল্পীরা, মাতিয়ে রাখেন দিনগুলি। শিল্পীরা ছাড়াও সাধারনদের আগমনও চোখে পড়ার মত। দূরদূরান্ত থেকে বাউলের টানে ছুটে আসেন বাউলপ্রেমীকেরা। নবান্ন ভোগ সাথে বাউল চর্চা উপভোগ করেন কচি থেকে বুড়ো সকলেই।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments