Home » অন্যান্য » আসুন জেনেনি বিদ্যুৎ চমকালে কি করবেন

আসুন জেনেনি বিদ্যুৎ চমকালে কি করবেন

ঝড় বৃষ্টি কিংবা কালবৈশাখী। প্রাকৃতিক দূর্যোগের সময় তাই কিছু সচেতনতা প্রয়োজন। হঠাৎ এমন দূর্যোগের কবলে পড়লে কি করবেন না করবেন তা ভেবে পান না অনেকেই। পরে বিপত্তিতে পড়েন আবার অনেকেই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েন।

jhor.jpegআসুন জেনেনি বিদ্যুৎ চমকালে বা ঝড় এলে কি কি করবেন –

১। বাড়ির বিদ্যুৎ নিরোধক যন্ত্রের কার্যকারিতা যাঁচাই করুন। পূর্ব প্রস্তুতি নিন এবং নিরাপদ থাকুন।

 

২। বাড়ি থেকে বের হবার পূর্বে কম্পিউটার, টিভি ও অন্যান্য বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির, সম্ভব হলে, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন।

 

৩। পরিবারের সকলের মধ্যে বজ্রপাতের প্রভাব সম্পর্কে সচেতনতা জাগ্রত করুন এবং বজ্রপাতের সময় বৈদ্যুতিক ও যোগাযোগ তার সমূহ, যেমন – টিভির এন্টেনা, ডিসের এ্যান্টেনা, টেলিফোনের তার ইত্যাদি বিচ্ছিন্ন রাখার অভ্যাস গড়ে তুলুন।

 

৪। বিদ্যুৎ চমকানোর কারণে ভোল্টেজ প্রচন্ড ভাবে উঠা-নামা করে। এ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বাসার টেলিফোন সেট, কর্ডলেস ফোন, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, ইন্টারনেট লাইন ইত্যাদির সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

 

৫। বেশি বিদ্যুৎ চমকানোর সময় কখনই জলের কলের কাছে যাবেন না। এসময় কলের জলে হাত ধোয়া থেকে বিরত থাকাই সবচেয়ে ভাল।

 

৬। সম্ভব হলে মেইন পাওয়ার সুইচ বন্ধ করুন। কারণ প্রচন্ড বজ্রপাতে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

৭। কার বা জীপে আরোহনরত থাকলে গাড়ীর দরজা ও জানালা বন্ধ রাখুন। এটি সরাসরি বিদ্যুৎ স্পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা কমাবে এবং তীব্র শব্দের সরাসরি আঘাত হতে আপনাকে রক্ষা করবে।

 

৮। মোটরসাইকেল, সাইকেল চালকরা বাইক/সাইকেল থেকে নেমে পড়ুন এবং নিরাপদ আশ্রয় খুঁজুন।

 

৯। বড় গাছের নিচে কখনও অবস্হান করবেন না কারণ গাছ বিদ্যুৎ সুপরিবাহী ও বিদ্যুৎ আকর্ষী।

 

১০। ঝড়ের সময় গ্যাসোলিন জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার পরিহার করুন।

 

১১। শিশুদের প্রতি বিশেষ যত্নবান হোন। কারণ বজ্রপাতের বিকট শব্দে তারা ভীত হতে পারে। বজ্রমেঘ দেখা মাত্র শিশুদের খেলার মাঠ থেকে ডেকে নিন।

 

১২। ঘরের সব দরজা জানালা বিশেষ করে কাঁচের জানালা বন্ধ রাখুন এবং লোহার রড, গ্রীল স্পর্শ করা থেকে বিরত থাকুন।

 

১৩। বিদ্যুৎ চমকানোর সময় স্টীলের হাতলের পরিবর্তে কাঠের হাতলযুক্ত ছাতা বেশী নিরাপদ।

 

১৪। বজ্রমেঘ দেখে, চিনতে শিখুন। নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহন করুন। নিজের জীবন ও সম্পত্তি রক্ষা করুন।

 

১৫। পুকুর, খাল, নদী বা এ জাতীয় জলাশয়ে অবস্হান করবেন না। কারন এসব জলাশয়ে বজ্রপাত হলে পুরো জলাশয়টি উচ্চ ভোল্টেজ এ পরিনত হবে। আপনি যদি উম্মুক্ত স্হানে নৌকায় অবস্হান করেন তব দ্রুত নিকটতম যেকোন ঘরে ঢুকে পড়ুন।

Image :- Ratul Mondal

Comments