Home » অন্যান্য » ছিনতাই করতে এসে হাতেনাতে পড়ল ধরা

ছিনতাই করতে এসে হাতেনাতে পড়ল ধরা

রাস্তায় ঘুরতে বেড়ানো অথবা কাজ থেকে বা পড়ে বাড়ি ফিরে মহিলাদেরই বেশ কয়েকদিন ধরে আক্রান্ত হতে হচ্ছিল ছিনতাইবাজদের হাতে। কখনো বাজারে ঘাটে, কখনো সন্ধ্যায় দত্ত পুকুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে। সিউড়িতে এমন ঘটনার অজস্র নজির। তার মধ্যে ইতিমধ্যেই জানা গিয়েছে শহরের ৫৬টি সিসিটিভির দুর্দশার কথা। তাই চোর বা ছিনতাইকারীদের হাতেনাতে ধরা ছাড়া উপায় কোথায়!
আর সেই ঘটনায় ঘটলো গতকাল সন্ধ্যায় সিউড়ি ভগৎ সিং পার্কের সামনে। এক ছাত্রী সিউড়ির বিদেশি পাড়ায় টিউশন পড়তে যায়, ফেরার পথে ভগৎ সিং পার্কের সামনে তার সাইকেলের সামনে রাখা ব্যাগটি হাতিয়ে নিয়ে বাইকে করে চম্পট দেওয়ার চেষ্টা করে এক যুবক। কিন্তু এ যাত্রায় সেটা আর সফল হয়নি যুবকের। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টোটোতে ধাক্কা মারে, সেখানেই সে পড়ে যায়। আর তারপরেই হাতেনাতে ধরে স্থানীয় জনতা। ঘটনাস্থলে কিছুক্ষনের মধ্যেই উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। এখন ছিনতাইকারী যুবক পুলিশের হেফাজতে।
পড়ুয়া ওই ছাত্রীর বক্তব্য ওই যুবকের বাইকের নাম্বার প্লেট রুমাল দিয়ে ঢাকা ছিল।
ভিডিও প্রহ্লাদ সাহা
তথ্যঃ শুভদীপ পাল

Comments