Home » কবিতা ও ছড়া » বন্ধু

বন্ধু

—কাবু মন্ডল
বন্ধু মানে, প্রথম প্রথম অচেনা একজন
বন্ধু মানে, পরে যার জন্য দিতে পারি জীবন।

বন্ধু মানে,ছুটিতে, বিকালে একসাথে খেলতে যাওয়া
বন্ধু মানে, এক থালায় চানাচুর মুড়ি খাওয়া।

বন্ধু মানে,যাকে খাওয়াব জন্মদিনে মাংস ভাত
বন্ধু মানে, যার সাথে ঘুরবো পুজোর সব রাত।

বন্ধু মানে, পাড়ার মোড়ে একসাথে ফুচকা, চাট খাওয়া
বন্ধু মানে ,একসাথে টিউশন পড়তে যাওয়া।

বন্ধু মানে, যাকে বলতে পারি অতি গোপনীয় কথা
বন্ধু মানে ,সারাদিন যাকে না পেলে, মনে হয় অদ্ভুত নীরবতা।

বন্ধু মানে, একসাথে স্কুলে এক বেঞ্চে বসা
বন্ধু মানে, যার সাথে করা যায় নিঃস্বার্থ আনন্দ, ফুর্তি ,তামাশা।

বন্ধু মানে, একসাথে নদীতে, পুকুরে স্নান
বন্ধু মনে, অল্প কিছুতেই যার হয় অভিমান।

বন্ধু মানে, মাঠে ঘুড়ি ওড়ানোর সাথী
বন্ধু মানে,যার জন্য করতে পারি হাতাহাতি।

বন্ধু মানে,যেকোনো বিপদে যার পাব সাহায্যের হাত
বন্ধু মানে, কাজে অকাজে কেটে যায় দিন রাত।

বন্ধু মানে, পরীক্ষার সময় খাতা খুলে দেখতে দেওয়া
বন্ধু মানে,রেজাল্ট বেরোলে মিস্টির দোকানে সুদাসলে নেওয়া।

বন্ধু মানে, যে বলে দেয় কার দিকে তুই এতো তাকাস
বন্ধু মানে ,যে দিয়ে দেয়, না চাইতেই তুই মনে মনে যা চাস।

বন্ধু মানে, যার জন্য করতে পারি অপেক্ষা রোজ
বন্ধু মানে, যার পাশে দাঁড়িয়ে করতে পারি মনের মানুষকে প্রপোজ।

বন্ধু মানে, একসাথে সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়া
বন্ধু মানে ,লিখতে লিখতে যার ব্যাগ থেকে না বলে কলম নেওয়া।

বন্ধু মানে, যার সাথে সিগারেটের প্রথম সুখটান
বন্ধু মানে, যার সাথে নির্দ্বিধায় গাওয়া যায় হিন্দিগান।

বন্ধু মানে, ক্লাস বন্ধ করে , সাথে সিনেমায় যাওয়া
বন্ধু মানে, সাথে বসে রকে আড্ডা দেওয়া।

বন্ধু মানে,আরও কত কিছু যাই না বলে শেষ
বন্ধু মানে লিখতে বসে শেষ হয়ে যায় পাতার দেশ।

Comments