Home » কবিতা ও ছড়া » বঙ্গ না বাংলা

বঙ্গ না বাংলা

***বঙ্গ না বাংলা***
—-কাবু মণ্ডল
বঙ্গ না বাংলা ,কার গলায় পড়বে মালা,
“পশ্চিমবঙ্গ” নামে নাকি আসে শেষে পালা,

সাধুবাদ যোগ্য এই উদ্যোগ,পাল্টাও প্রথমে নাম,
এতো মহান কাজ, পশ্চিম বাংলা জুড়ে তবুও পাই না সুনাম।

নাম দিয়েই যদি হতো, কানা ছেলে পদ্মলোচন,
তবে কানা সবাই চোখ না সারিয়ে,
কাটিয়ে দিত আনন্দে সারা জীবন।

নামে আমি, নামে তুমি, নামে নাকি ,জগৎ যায় চেনা,
পশ্চিমবঙ্গ নাম পাল্টালেও, কর্ম সংষ্কৃতি পাল্টাবে না।

“কালিদাস” নাম দিয়ে আমরা, মূর্খদের ডাকি,
যদিও জানি, অমর সব কাব্য সৃস্টি করে, নামকে দিয়েছে ফাঁকি।

নামের পরিবর্তনে কী ,আসবে শিল্পে জোয়ার,
বেকাররা কী চাকরি পেয়ে, ফোটাবে হাঁসি মুখে মা বাবার।

কেন্দ্রের সমান মহার্ঘভাতা পেয়ে,
সরকারি চাকুরিজীবিরা পাবে পরিশ্রমের দাম?

দলের নামে দাদাগিরি আর সিন্ডিকেটের জুলুমবাজি বন্ধ হয়ে,
পশ্চিমবঙ্গ হবে কী কাশীধাম?

মহিলা, যুবতী ,বোনরা কী ঘুরবে রাতে
ত্রিফলা আলোর তলায়?
গোষ্ঠীদ্বন্দ্বে অকালে প্রাণ ঝরবে না ,তা কী বলা যায়?

চাষা পাবে কী ফসলের দাম, বইবে খুশির হাওয়া?
পুলিশ করবে নিজের কাজ, বন্ধ হবে ঘুষ খাওয়া?

নয় আমি “মা, মাটি ,মানুষ” বিরোধী,
আমিও বিশ্ববাংলার পথিক,
আপনি এখন প্রশাসনিক প্রধান,
ভালো মন্দ ভেবে করুন, যা লাগে সঠিক।

Comments