Home » কবিতা ও ছড়া » বিদায়বেলা

বিদায়বেলা

বর্ষ শেষের এই দিনে,
ঝরে পড়ুক ,সকল হতাশা,
আগামী আসুক নতুন খবর নিয়ে,
পূরন করুক সকলের মনের আশা।
মনের যতো জমানো ময়লা,
ধুয়ে হোক পরিষ্কার
নতুন স্মৃতি ,নতুন খুশি,
ভিড় করুক আবার।
যা কিছু ভুল করেছি এতোদিন
দিও তারে করে ক্ষমা
নূতনের জন্য ত্বর সয়না আর,
নাই তার কোনো উপমা।
আপন মনের ভালোবাসা দিয়ে
পুরনোকে জানাই বিদায়
নুতনই আবার থাকবে কতোদিন নতুন?
সবই হবে পুরাতন ভাই।

বিষ্ণু মন্ডল

 

 

Comments