Home » কবিতা ও ছড়া » রক্তদান মহৎদান

রক্তদান মহৎদান

রক্তদানে কিসের দ্বিধা
হচ্ছে কেন ভয়—-
জানেন না কি রক্ত দিলে
হয়না দেহের ক্ষয়।
পাঁচ কেজি-টাক রক্ত থাকে
সবার মাথা পিছু,
৩৫০মি.লি. দিয়ে দিলে
নেইকো ক্ষতি কিছু।
দু-সপ্তাহে পূরণ করে–
আবার ওঠে জমে।
নিজের দেহ ই ঠিক করে নেয়
গেছিল যেটা কমে।
শরীরে সব রক্ত যে ভাই, হচ্ছে অবিরত
নষ্টও তা হচ্ছে পরে, খোঁজ কি রাখেন এত?
মন্ত্রী-রাজা হয়তো বা কেউ ফকির এ সংসারে
রক্তটাতে নেই ভেদাভেদ, সমান হতে পারে।
শেখ মুজিবুর, রক্ত যে দেয়, রাজদীপ তাই বাঁচে
জাত ধর্ম এক হয়ে যায়, রক্ত ধারার কাছে।
তাই তো বলি রক্ত দিতে এগিয়ে আসুন ভাই
রক্তদানের চেয়ে যে আর মহৎ কিছুই নাই।।

শ্যামাদাস চ্যাটার্জী
ইন্দিরাপল্লি, সিউড়ি

Comments