Home » জেলার খবর » বাঘ ধরার বন্দোবস্ত বনদপ্তরের

বাঘ ধরার বন্দোবস্ত বনদপ্তরের

বনদপ্তরের কর্মীরা পায়ের ছাপ দেখে তদন্ত করার পর বলেন যে এটা বাঘের পায়ের ছাপ।সেই মোতাবেক বন কর্মীরা বাঘ ধরার জন্য যাবতীয় জিনিষ পত্র নিয়ে চলে এসেছেন মল্লারপুরের নিদির্ষ্ট এলাকায় , যেমন বাঘ ধরার লোহার খাঁচা,লোহার তার,দড়ি ইত্যাদি।
বন দপ্তরের রেঞ্জার সাহেব জানিয়েছে এই এলাকায় বাঘ এসেছিল, গতকাল রাতে পায়ের ছাপ দেখে তদন্ত করে আমার বাঘ ধরার সামগ্রী জিনিসপত্র এনেছি। আজ রাত্রে ধরার চেষ্টা করবো ও আজ থেকে তিন দিন থাকবে আমাদের বন কর্মীরা।খাঁচার মধ্যে একটা ছাগল ও একটা মুরগি ঢুকিয়ে রেখেছি।যখনই বাঘ এদেরকে শিকার করতে আসবে তখনই লোহার দরজা বন্ধ হয়ে যাবে।
ভিডিও ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments