Home » জেলার খবর » মরণ ফাঁদে পরিনত হয়েছে বীরভুমের সিউড়ির সুপার স্পেসালিটি হাসপাতালের সামনের রাস্তা

মরণ ফাঁদে পরিনত হয়েছে বীরভুমের সিউড়ির সুপার স্পেসালিটি হাসপাতালের সামনের রাস্তা

বীরভুম ২২ জুলাইঃ- মরণ ফাঁদে পরিনত হয়েছে বীরভুমের সিউড়ির সুপার স্পেসালিটি হাসপাতালের সামনের রাস্তা। গোটা রাস্তা জুড়ে বড় বড় খাল। প্রায়শয় দুর্ঘটনার কবলে পড়ছে অসুস্থ রোগীর গাড়ি সহ পরিবারের লোকজন। বাদ যাচ্ছেন না চিকিৎসক থেকে চিকিতসাকর্মীরা। এই বিষয়ে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি সব পক্ষের।
বীরভূমের সিউড়ি শহরের সদর হাসপাতালটি সম্প্রতি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত হয়েছে। ঝাঁ চকচকে ১০ তলা বিল্ডিংও হয়েছে। পাওয়া যাচ্ছে এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ চিকিৎসাও। কিন্তু হাসপাতালের মূল গেট থেকে সুপার স্পেশালিটি বিল্ডিং যাওয়ার প্রায় ১০০ মিটার রাস্তাটি পুরো জায়গায় জায়গায় খানাখন্দ হয়ে গিয়েছে। রাস্তাটি বর্তমানে পাথরের ডাস্ট দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু বৃষ্টি শুরু হতেই গোটা রাস্তা জুড়ে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। প্রতিদিন রোগী থেকে তার পরিজনেরা দুর্ঘটনার কবলে পড়ছেন। এ্যাম্বুলেন্স পারাপার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সিউড়ি সদর হাসপাতাল সুপার শোভন দে বলেন, রাস্তাটি পাকা না হওয়ার কারনে বৃষ্টির জন্য জায়গায় জায়গায় ভেঙ্গে গর্ত হয়ে গিয়েছে। সমস্যায় পড়ছেন রোগী থেকে তাঁদের আত্মীয় পরিজন, চিকিৎসক ও চিকিতসাকর্মীরা। বিষয়টি উর্ধতন কর্তীপক্ষকে জানয়েছি দ্রুত মেরামতির জন্য। হাসপাতাল রোগী কল্যাণ সমতির চেয়ারম্যন তথা সিউরির বিধায়ক ডাঃ অশোক চট্টোপাধ্যায় বলেন,সিউড়ির সদর হাসপাতালের সুপার স্পেসালিটি বিল্ডিং এর যাওয়ার রাস্তার বিষয়টি নজরে এসেছে। এখনই ওই রাস্তাটিকে জরুরী ভিত্তিতে সংস্কার করে দেওয়া হবে পাশাপাশি স্থায়ী ভাবে পাকা রাস্তাও করে দেওয়া হবে কয়েক মাসের মধ্যে।
তথ্যঃ কৌশিক সালুই
ভিডিও প্রহ্লাদ সাহা
[uam_ad id=”3726″]

Comments