Home » জেলার খবর » বেটিংএ হেরে আত্মঘাতী যুবক

বেটিংএ হেরে আত্মঘাতী যুবক

রামপুরহাট :ক্রিকেট বেটিং এ হেরে গিয়ে দেনার দায়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে কালিসাড়া পাড়ায় । আত্মঘাতী যুবকের নাম গোপাল দাস (24)। পরিবার সূত্রে জানা গিয়েছে , বেটিং খেলার নিয়মিত অভ্যেস ছিল গোপালের । সেই ঘটনায় কয়েক লক্ষ টাকা দেনা হয়েছিল তার । এরপরেও গত কাল ভারত – বাংলাদেশের ক্রীকেট ম্যাচে বেটিং করেছিল সে । তাতে হেরে গিয়ে এদিন রাতে নিজের বাড়িতে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়ে সে । বাড়িতে বাবা – মা ফিরে এসে তার ঝুলন্ত মৃত দেহ দেখতে পায় । মৃতদেহের কাছ থেকে একটি সুসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ।
তথ্যঃ ScanBengal
[uam_ad id=”3726″]

Comments