Home » কবিতা ও ছড়া » বিবেকের কুরবানি

বিবেকের কুরবানি

কাবু মণ্ডল
(মতামত একান্তই ব্যক্তিগত) 

সকলকেই জানাই “বকরিদ” এর শুভেচ্ছা 

আমি প্রথমে মানুষ,
নই হিন্দু,মুসলমান, খ্রিস্টান
ধর্মের নামে কেন কাটা হবে?
শত শত অবলা প্রাণ।

জানি ধর্ম বড়ো স্পর্শকাতর,বারুদের স্তূপ
আমরা বড়োই ধার্মিক তো, তাই থাকি শুধুই চুপ।

কুরবানি মানে যা বুঝি, সাধের কিছু আল্লাহর কাছে কুরবান করা,
বাজার থেকে দরদাম করে কেনা পশু কোথায় সাধের?
পরাচ্ছি না কী আল্লাহকে টুপি আমরা?

ধর্মের নামে পশু বলি হিন্দু ধর্মেও দেখি,
সকল প্রকার প্রাণ ঈশ্বর বা আল্লাহর দান, সব বুঝেও আমরা জ্ঞানপাপী নয় কী?

খায় না নিরামিষ, ভালোবাসি মাছ, মাংস, ডিম,
শরীর ঠিক রাখতে আছে প্রাণীজ প্রোটিনের গুরুত্ব অপরিসীম।

ধর্মই কী সব? মানবতার কী কোনো জায়গা নেই
আমরা গর্ব করে বলি সর্বশ্রেষ্ঠ জীব,
পড়ে আছি ধর্মের অন্ধ কূপেই।

আমার খাদ্য কী?তা তো একান্তই আমার নিজস্ব ব্যাপার,
গরু, ছাগল, ভেড়া, শুয়োর,
করবো আপন রুচিতে আহার।

বড্ড বেশি বলি, জানি না ঠিক কী ভুল,
যে কোনো ধর্মের অন্ধ মাতামাতিতে,
রাখতে পারি না নিজেকে কুল।

Comments