Home » কবিতা ও ছড়া » বিলম্ব বিচার

বিলম্ব বিচার

****বিলম্ব বিচার***

কাবু মণ্ডল

17/07/2017 তারিখ ছিল “আন্তর্জাতিক বিচার “। 

“আন্তর্জাতিক বিচার “দিবসে সবাইকেই জানাই  ,আমরা যেন  বিচারের নামে  প্রহসনের শিকার না হয়…

 

আসুন সবাই গর্জে উঠি, এই  বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য

মানুষ আজ  আর চাই না বিচার আদালতে,

লাখ লাখ কেস ,জীবন্ত জীবাশ্ম হয়ে পড়ে আছে বস্তাতে।

 

বিচারের আশায়  মনের জোরে করলেন আপনি কেস,

বিচার পেতেই পেকে যেতে পারে,

আপনার কালো কেশ।

 

আমরি,সারদা , হিট এন্ড রান কিংবা কয়লা কেলেঙ্কারি, বা টুজি

বিচারের নামে প্রহসন চলছে,

সবই আমরা বুঝি।

 

টাকা যার বিচার তার,

এই তো দেখি আর শুনি

আসামি আজ ফুলের মালা, সংবর্ধনা পাই

সমাজের গন্যমান্য ব্যক্তি তিনি।

 

উকিল আজ চাই না, পাক সাধারণ মানুষ সত্বর বিচার,

প্রতি শুনানিতে আছে বাঁধা টাকা,

এইভাবেই চলে সংসার।

 

কেসের  নামে  বয়স বাড়ে  ,হতাশায় বসে বহু বেকার।

তেলেভাজাকে শিল্প বলে ঘোষণা করেছে ,মহামান্য সরকার।

 

বিচার ব্যবস্থার এই করুন পরিণতি দেখে, কাঁদে প্রধান বিচারপতি

বিচারের নামে  ভানুমতি খেলায়,

করছি শুধুই ক্ষতি।

 

কালো ফিতেতে  চোখ যে বাঁধা ,

দেখি বিচারের দেবীর

সব বল্মীক ঝেড়ে উঠুক  বিচার ব্যবস্থা,

করে উন্নত শির।

Comments