Home » কবিতা ও ছড়া » বিদ্রোহ

বিদ্রোহ

………. অরুণাভ

IMG-20170119-WA0008

রাত পোহাতেই রবির আলো পরে,
প্রথম আলো পরল আমার দ্বারে।
আলো পরতেই একটি দুটি প্রাণের সঞ্চার,
ভিড় বাড়তেই জেগে উঠল আমার পাতা বাহার ।

হ্যাঁ !
ভিড় করেছে হাজার লক্ষ প্রাণ।
ভিড় জমেছে আমার উঠানে।
ভিড় করেছে নবাগত শিশু।
ভিড় করেছে বনহারা বন্য প্রাণী।
ভিড় করেছে সারা ভারতবর্ষের বৃদ্ধাশ্রম।
ভিড় করেছে শ্রমিক,
এসেছে চাষী,
এসেছে সর্বহারা সেই মানুষগুলো।
আজ নাকি প্রথম রবির আলোতে, আমার ঘরের দেয়ালে ফুটে উঠবে বিদ্রোহের ছবি।

কি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ চোখ,
লক্ষ লক্ষ প্রাণ, লক্ষ লক্ষ হৃদয়।

আমি আগেও ভিড় দেখেছি,
আমি ভিড় দেখেছি, অনেক অনেক ভিড়।
ভিড় দেখেছি মাথার উপর রাতের আকাশে লক্ষ তারার,
ভিড় দেখেছি নদীর তীরে ,
ভিড় দেখেছি রেল স্টেশন এ,
ভিড় দেখেছি মিলন মেলায়,
লক্ষ সেনার ভিড় দেখেছি সমরে।
আমি ভিড় দেখেছি রাজনৈতিক আহ্বানে,
ভিড় দেখেছি ধর্ষিতা নারীর নগ্ন শরীর ঘিরে।
ভিড় দেখেছি মৃতদেহের চারধারে উড়ন্ত মাছির।

আজকের এই ভিড় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠতম ভিড়,
কারণ
এতো বিদ্রোহের ভিড়,
এতো অধিকারের বিদ্রোহ।

আজ একটা ছবি আঁকা হবে,
এ ছবি সবুজ প্রাণের ,
এছবি গানের,
এছবি কবিতার।
এ ছবি সর্বহারা মানুষের ,
এ ছবি হারিয়ে যাওয়া নদীর।
আজ আমার ঘরের দেয়ালে ফুটে উঠবেনা কোনো শরৎ,
হেমন্ত, বা বসন্ত।
আজ আমার ঘরের দেয়ালে ফুটে উঠবেনা , শ্রাবনের বৃষ্টিভেজা গ্রাম বাংলা।

আজ আমার তুলিতে রক্ত,
হাতের মুঠো খুব শক্ত,
বিদ্রোহী হয়ে যেন ধরেছি মশাল,
সংসারে আর মাথা হবেনা নত ।
অত্যাচারের আজ জেগে উঠেছে ক্ষত ।

আজ আমার ছবিতে ফুটেউঠবে শিশুর অধিকার,
অত্যাচারিত নর নারীর অধিকার,
বন্যহারা প্রাণীদের অধিকার।
তাই আজ কি অধীর আগ্রহে আমার ঘরের দেয়ালে
তাকিয়ে রয়েছে হাজার লক্ষ প্রাণ ………….

Comments