Home » কবিতা ও ছড়া » বিজয়া

বিজয়া

কাল থেকে কালান্তর
জীবনের প্রতিচ্ছবির
আবছা আগমনে,
কাশের বীজ বপন..
অবগুণ্ঠনে আগমনীর সুর..
নীলাভ মনের মাঝে
তার লুকোচুরি খেলা,
কখনও ওঠে ঝড়,
কখনও বা চির প্রশান্তি..
ফিরে পাওয়ার তীব্র দহন..
সৌন্দর্যের ধরাবাহিকতা
মলিন হয় অশ্রু বাষ্পের
নিদারুন ছোঁয়ায়..
কোমল হাতের স্পর্শে
দিয়ে যায় শেষ সুগন্ধ…
ভেসে আসে বিদায়ের সুর..
সিঁদুর রাঙা পথে,রয়ে যায়
শেষ পদচিন্হ টুকু…

নিজস্ব লেখা – প্রশান্ত রায়

Comments