Home » ছবি » বীরভূমের বীরচন্দ্রপুরে নিত্যানন্দ জন্মস্থান নিতাই বাড়িতে ৫৪৪তম জন্মোৎসব পালন ও বস্ত্র বিতরণ

বীরভূমের বীরচন্দ্রপুরে নিত্যানন্দ জন্মস্থান নিতাই বাড়িতে ৫৪৪তম জন্মোৎসব পালন ও বস্ত্র বিতরণ

বীরভূমের বীরচন্দ্রপুরে নিত্যানন্দ জন্মস্থান নিতাই বাড়িতে ৫৪৪তম জন্মোৎসব 

বীরভূমের বীরচন্দ্রপুরে নিত্যানন্দ জন্মস্থান নিতাই বাড়িতে ৫৪৪তম জন্মোৎসবে পালিত হল বৃহঃস্পতিবার মহাসমারোহে অমৃত অভিষেক, লীলা কীর্ত্তন, বস্ত্রদান, স্বাস্থ্য শিবির প্রভৃতি সেবামূলক কাজে অংশ নিল আশ্রম কতৃপক্ষ।
পাত পরল ২৫হাজার।
এ রাজ্যের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকরাও ভিড় জমালো।
মাননীয় ডি.এম স্যার আজ আশ্রমে উপস্থিত থেকে শীতবস্ত্র দান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মল্লারপুরের বি.ডি.ও ।
Image & info – Sayantan Ghosh

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments