Home » জেলার খবর » বিনা কাটা ছেঁড়াতেই বের করা হলো দেড় কেজি টিউমার

বিনা কাটা ছেঁড়াতেই বের করা হলো দেড় কেজি টিউমার

চিকিৎসা বিজ্ঞান ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আর এই উন্নতির শিখরে ওঠার পেছনে রয়েছে সেই চিকিৎসকরাই। তাদেরই অক্লান্তিক প্রচেষ্টায় সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোমে বিনা পেট কেটে প্রায় দেড় কেজি টিউমার বেড় করলেন সিউড়ি এক স্ত্রী বিশেষজ্ঞ দেবাষীশ দেবাংশি। এদিন নার্সিং হোম সূত্রে জানা গেছে, দূর্গাপূরের বাসিন্দা এক মহিলা রোগী কিছুদিন আগে শ্রী দেবাংশির কাছে পেটে ব্যাথা জনিত বিষয় নিয়ে দেখাতে জান। সেই সময় চিকিৎসক কিছুদিন চিকিৎসার পর তার অ্যাল্ট্রাসোনোগ্রাফি করেন। তাতে ধরা পড়ে ওই মহিলার ইউট্রাস টিমারের বিষয়টি। চিকিৎসক দেবাশিষ দেবাংশির দাবী, ওই মহিলার শরীরে প্রায় দেড় কেজি পরিমাণ অর্থাৎ ২৪ সপ্তাহের বাচ্চার যে আকৃতি হয় সেই আকৃতির একটি টিউমার রয়েছে। যার ওজন দেড় কিলোগ্রাম, লম্বায় ১৮ সেন্টিমিটার। এরপর তিনি সিদ্ধান্ত নেন ওই মহিলার অস্ত্রপ্ৰচার করে সেই টিউমার বাইরে বের করা হবে। তাতে সম্মতি দেয় রোগীর বাড়ির পরিবার। চিকিৎসকের কথায়, এই সব ক্ষেত্রে পেট কেটে টিউমার বেড় করা ছাড়া অন্যকোনও উপায় থাকে না। কিন্তু এক পদ্ধতি যার নাম নন ডিসেন্ট ভ্যাজাইনাল হিষ্টরেক্টমি (NDVH) পদ্ধতিতে ওই রোগীর অস্ত্রপ্ৰচার করা হয় এবং তা সফল হয়। এই পদ্ধতিতে ওই মহিলার দেহে বা পেট না কেটেই যোনি দ্বার দিয়ে টিউমারটি টুকরো টুকরো করে কেটে পিস করে বের কর হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই অপারেশন। শুধু মাত্র কোমরে ইনজেকশনের মাধ্যমে সাময়িক অজ্ঞান করে অপারেশন করা হয়। চিকিৎসকের দাবী, এই অপারেশনে সাফল্য এসেছে। এর ফলে রোগী একদিনেই সুস্থ হয়ে উঠেছেন। চার ঘণ্টা পর এগরোল খেতে পেরেছেন। শুধু তাই নয় দুদিনের মধ্যে এতো বড় একটি অপারেশন থেকে উঠে অফিস যোগ দিতে পারবেন সেই রোগী। এই অপারেশন করতে রোগীর প্রায় খরচ পরেছে ৫৫ হাজার টাকা। যা অন্যান্য জায়গায় ৮০ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যেই হয়ে থাকে। সিউড়ির মতো মফশল শহরে এই ধরনের সাফল্যের পর একটা নজির গড়লেন সেই চিকিৎসক। এমনটাই দাবী করছেন চিকিৎসা মহল। চিকিৎসক দেবাশিষ দেবাংশি বলেন, “এই ধরনের অপারেশন খুব একটা দেখা যায় না। অথচ খুব সহজেই এই অপারেশনের মাধ্যমে কোনও কাটা ছেড়া না করে টিউমার শরীর থেকে বেড় করা যায়। আমার মনে হয় এই ধরনের অপারেশন আমাদের রাজ্য খুব কমই হয়েছে। আমি করতে পরে খুব খুশি। রোগী এখন সুস্থ আছে এক দিনের মধ্যেই। আর একদিনের মধ্যে তিনি দূর্গাপুরে ফিরে তার কাজে যোগ দিতে পারবেন।”

ভিডিও ও তথ্য কৌশিক সালুই

Comments