Home » জেলার ইতিহাস » শ্রীশ্রীবামা কালী মা

শ্রীশ্রীবামা কালী মা

সাঁইথিয়ার মুড়াডিহি গ্রামের ভাণ্ডারী পরিবাবের শ্রীশ্রীবামা কালী মা।পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠিত মায়ের শিলামূতি এটি। শ্রীশ্রী বামা কালী মা এখানে বর্গী আমলের আগে থেকে পুজো নিয়ে আসছে। প্রতিদিন নিত্যপূজার হয় ও অমাবস্যাতেও। কার্ত্তিক মাসের অমাবস্যাতে মায়ের বড়পুজো। পুজো শুরু হয় রাত ১২ টায় আর ঘট বিসর্জন হয় সূর্যোদয়ের সাথে সাথে। এই ছবিটি আজ ফলহারিণী অমাবস্যা পুজার।
ছবি ও তথ্যঃ কৌশিক ভান্ডারী

Comments