Home » কবিতা ও ছড়া » বিষ মদে মরলো যারা

বিষ মদে মরলো যারা

ঘরে জানতো, রোজই গেলে, আসুক না গিলে ঘরে,
দেবে তো দু চারটে গাল, সয়ে নেব মাথা নিচু করে।

ফিরল ঘরে তল পেটে অসহ্য ব্যাথা নিয়ে, সঙ্গে দুশ্চিন্তা আর ভয়
গরীবের সিঁথির সিঁদুরের দাম,দুলাখের বেশি নয়।

ভোটের সময় জনতা জনার্দন, বাকি সময় ব্যাঙের ছাতা
মরছে মরুক না দশ বিশ জন, ভরবে ক্ষতিপূরণের খাতা।

রাজমাতা বড়োই দরদী, রাখে চোখ কান খোলা
গরীবই বসায় ক্ষমতার গদিতে, যায় কী তাদের ভোলা?

গ্রাম জুড়ে আজ কাঠ হয়েছে কম, শ্মশানে ভিড় বেশি
ডোম শালা রেগে মেগে বলে, হবো কাজ ছেড়ে সন্ন্যাসী।

নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ দরকার, রিপোর্টার ছোটে ঘটনাস্থলে,
পুলিশ, প্রশাসন নামে আছে কোনো কিছু?না’কি সবই গেল রসাতলে।

মদের স্বাদ বড়োই ঝাঁঝালো, তাও গিলত কোন সুখে
নাগরিক সমাজ বোবা হয়েছে আজ, প্রতিবাদ করবে কোন দুখে।

কলম তুমি যাও না থেমে,
উগড়ে দাও মনের কথা,
বুদ্ধিজীবিরা ভন্ড হয়েছে আজ,
না’কী ব্যস্ত পালনে দু’মিনিট নীরবতা।

বিষ্ণু মন্ডল

Comments