Home » অন্যান্য » বাজারে আসছে নতুন ১০০ টাকার কয়েন

বাজারে আসছে নতুন ১০০ টাকার কয়েন

অর্থ মন্ত্রকের ঘোষণা, খুব শীঘ্রই বাজারে আসছে ১০০ টাকার নতুন কয়েন।১০০ টাকার কয়েনের সঙ্গে নবরূপে বাজারে আসতে চলেছে ৫ এবং ১০ টাকার কয়েনও।

একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, “কয়েনেজ অ্যাক্ট ২০১১ অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১০০ টাকার নতুন কয়েন বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছে। একই সঙ্গে ট্যাঁকশাল থেকে নতুন ৫ এবং ১০ টাকার কয়েন তৈরির কথাও ভেবেছে সরকার।” মূলত ডঃ এম এস শুভলক্ষ্মী এবং ডঃ এম জি রামচন্দ্রের শততম জন্মদিন উপলক্ষেই এই নতুন মুদ্রাগুলি তৈরি করার কথা ভাবা হয়েছে। তবে চলতি কয়েন উঠে যাওয়া নিয়ে কোনও কথাই জানায়নি সরকার। এ বিষয়ে কোনও কিছু বলেনি রিজার্ভ ব্যাঙ্কও।

২ রকমে তৈরি হবে ১০০ টাকার নতুন কয়েন। এক ধরনের মুদ্রায় স্থান পাবেন ডঃ এম এস শুভলক্ষ্মী এবং অন্যটিতে ডঃ এম জি রামচন্দ্র। ৫ এবং ১০ টাকার যে নতুন কয়েন তৈরি হবে সেগুলিতেও একইভাবে স্থান পাবেন শতবর্ষের এই দুই স্মরণীয় ব্যক্তিত্ব।

সূত্রঃ জি নিউজ

[uam_ad id=”3726″]

Comments