Home » জেলার খবর » ব্রহ্মদৈত্য পূজা

ব্রহ্মদৈত্য পূজা

মাঘের শুরুতে বিভিন্ন জায়গায় মানুষেরা মেতে ওঠেন ব্রহ্মদৈত্য পূজায়। গ্রামের বাইরে কোনো এক নির্জন জায়গায় বট বৃক্ষ বা অন্য কোনো বড় বৃক্ষের নীচে এই পূজা হয়ে থাকে। এই পূজাকে কেন্দ্র করে চলে একদিনের বা অর্ধেক বেলার মেলা। মানুষের উৎসাহও থাকে চোখে পড়ার মত।
আজ মহঃবাজারের আঙ্গারগড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাটুনিয়া ও মালডিয়া গ্রামের মানুষ মেতে উঠলেন ব্রহ্মদত্তের পূজায়। সকাল থেকে কীর্তনগানের মধ্যে দিয়ে শুরু করে। পরে একদিকে পূজা ও অন্যদিকে কীর্তনগান চলে সারাদিন । এই পূজাকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম হয়। পূজার পর প্রায় হাজার তিনেক ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়।

অন্যদিকে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের পরেই নগরী পঞ্চায়েতেও একই ভাবে এই পূজা হয়ে থাকে। এখানেও মানুষের ভীড় চোখে পড়ার মত। মাঠের মাঝে মেলা, সোঁদা মাটির গন্ধে মেলার মধ্যে গ্রাম্য অনুভূতি মেলে। মাটির হাঁড়ি, লোহার হাড়ি কড়া, ছোটদের খেলনা, খাদ্যদ্রব্যের মধ্যে মিষ্টি, পাঁপড়, ঘুঘনি , চপ অন্যতম।

মহঃবাজার থেকে পাপাই বাগদি ও নগরী থেকে অনিমেষ সরকার।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments