Home » কবিতা ও ছড়া » অজানা

অজানা

জীবন জাহ্নবী তীরে
ধীরে ধীরে করি বিচরণ
অনুক্ষন!
যদি কভু নামে ধ্বস
ভাঙ্গাগড়া খেলার গৌরবে
খরারৌদ্রে বিবর্ন সৌরভে।
না,না, _প্রনাম নয়
একটি চুম্বন,
হে পৃথিবী, বসুন্ধরে;
আবার করিও
নিমন্ত্রন!

 

অনীতা দাস

[uam_ad id=”3726″]

Comments