Home » জেলার খবর » বাসন্তি পূজায় কুমারী পূজার আয়োজন

বাসন্তি পূজায় কুমারী পূজার আয়োজন


সদাইপুর : বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত ছোট্ট গ্রাম ভাগীরথপুর। জেলার বিভিন্ন স্থানের মত এখানেও কচিকাঁচা থেকে আরম্ভ করে বয়স্করাও মেতে ওঠেন বাসন্তি পূজার আনন্দে। গ্রামের ছোট্ট পূজার দিকে মুখ তাকিয়ে সারাবছর বসে থাকেন সমগ্র গ্রামবাসী।
প্রতি বছর বাসন্তিপুজার নবমীর দিন অর্থাৎ রামনবমিতে এখানে আয়োজন করা হয় কুমারী পূজার। জেলার অন্যান্য অঞ্চলেও সাড়ম্বরে বাসন্তিপূজা হয়ে থাকলেও এখানকার বাসন্তিপূজা কুমারিপূজার দৌলতে সকলের থেকে আলাদা জৌলুস বহন করে।

ছবি : প্রতীকি।

Comments