Home » জেলার খবর » মহিলার পচা গলা দেহ উদ্ধার

মহিলার পচা গলা দেহ উদ্ধার

বীরভূমের মহম্মদ বাজারের একটি গ্রাম থেকে এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মহম্মদ বাজার থানার আঙ্গাড়গড়িয়া পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রামে। এদিন স্থানীয় গ্রাম বাসিরা গ্রামের পাশে একটি পুকুরের পাশের ঝোঁপ থেকে পচা গন্ধ পেয়ে দেখে সেখানে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সোফি টুডু(২৯)। বাড়ি পাশের কুবিলপুর গ্রামে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান কোনও এক অজ্ঞাত কারনে তার মৃত্যু হয়েছে। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার বাবা মদন টুডু। তিনি বলেন, “সোফি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত কিছুদন আগে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে গ্রামের মানুষ জন তাকে দেখতে পায় মৃত অবস্থায়।” তবে সোফির কিভাবে মৃত্যু হয়েছে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। গ্রামের মানুষের দাবী সোফি ভারসাম্যহীন থাকায় তার সঙ্গে কেউ বা কারা কোনও অপ্রীতিকর আচরণ করেছে কিনা সেটা দেখা উচিত। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে পুলিশের দাবী ওই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মহম্মদ বাজার থানার ওসি পিযুস কান্তি ঘোষ জানিয়েছেন, ওই মহিলাকে কেউ খুন করেনি বলে মনে হচ্ছে। অসুস্থতার কারনেই তার মৃত্যু হয়েছে। যদিও গ্রাম বাসি এবং মৃতের পরিবারের প্রশ্ন পুলিশ মৃতদেহের ময়না তদন্ত রিপোর্টে হাতে না পাওয়ার আগেই কিভাবে জানাচ্ছে তার সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাস ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের বাবা মদন টুডু।

ভিডিও পাপাই বাগদি
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments