Home » অন্যান্য » বে রঙ্গে রাঙ্গানো বসন্ত উৎসব

বে রঙ্গে রাঙ্গানো বসন্ত উৎসব

খোল দ্বার খোল লাগলো যে দোল….। না এ কোনো আর পাঁচটা সাধারণ বসন্ত উৎসব নয়। জীবনের চেনা ছন্দ থেকে বেরিয়ে এ এক অন্য বসন্ত উৎসব। তাঁদের কাছে লাল নীল সবুজ হলুদ রং সম্পর্কে কোনো ধারণা নেই , নেই কোনো পার্থক্য। কেননা তারা দৃষ্টিহীন। কিন্তু তাই বলে তাদের উৎসবের আনন্দে এতটুকু খামতি নেই। চোখে দেখে নয় ,শুধুমাত্র অনুভবের দ্বারা নিজেদের রাঙ্গিয়ে তুললো সিউড়ির অরবিন্দ ইনস্টিটিউট অফ সাইটলেসের দৃষ্টিহীন ছাত্র ছাত্রীরা। সকলেই বসন্ত উৎসবের স্বাদ ভাগ করে নিলো একে অপরকে রাঙ্গিয়ে দিয়ে। আর শুধু রং খেলায় নয়। এরপর চললো একবারে জমিয়ে খাওয়া দাওয়া।
প্রত্যেক বছর এই স্কুল এভাবেই বসন্ত উৎসবের আয়োজন করে আসছে। আর শিক্ষকদের এই আয়োজনে স্বভাবতই খুশি ছাত্র ছাত্রী থেকে অভিভাবকগণ। আর তার সাথে খুশি আমরাও। বিশ্বভারতীতে যখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ,দিকে দিকে চলছে মহড়া ঠিক সেই উৎসবের আগের দিন এই সন্তোষী, রঞ্জিত ও বলাই ‘রা এরকম দোল উৎসব উদযাপন করে তার খুশি ভাগ করে নিলো আমাদের সাথে।
শুধু চোখের দেখাই নয় , ভালোবাসার পরোশ ও উপলব্ধির মেলবন্ধনে এই বসন্ত উৎসব যে আজকের দিনে খুবই প্রাসঙ্গিক এবং এক অনন্য নজির তা বলার অপেক্ষা রাখে না।

Comments