Home » জেলার খবর » অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা মৃত দেহ উদ্ধার

অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা মৃত দেহ উদ্ধার

বীরভূম ১৪ জুলাইঃ- অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা মৃত দেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বীরভূমের দুবরাজপুর থানার পানাগড়- দুব রাজপুর রাজ্য সড়কের জয়দেব মোড়ের কাছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুবরাজপুর থানার পুলিশ খবর পায় রাজ্য সড়কের পাশে ঝোপের মধ্যে একটি মৃত দেহ পরে আছে। ঘটনা স্থল থেকে দেহটি উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪০ বছর তার পরনে প্যান্ট ও জামা ছিল ও গায়ে একটি গামছা ঢাকা। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যাক্তিকে অন্য কোথা থেকে খুন করে এই স্থানে ফেলা হয়েছে এবং লড়ির চালক বা খালাসি হতে পারে। মৃত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments