Home » অন্যান্য » বসন্তোৎসবে বীরভূম জেলা পুলিশের গাইড লাইন

বসন্তোৎসবে বীরভূম জেলা পুলিশের গাইড লাইন

শীতের জড়তা কাটিয়ে প্রকৃতির কোণে কোণে এখন বসন্তের বাহার। বসন্তের ছোঁয়ায় আমাদের সকলের প্রিয় শান্তিনিকেতন এখন বড়ই মধুর। তারই মাঝে এসে উপস্থিত বসন্ত উৎসব। বসন্ত উৎসবে আপনাদের সকলকে স্বাগত। বীরভূম জেলা পুলিশের ট্রাফিক সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার জন্য সকলের কাছে আবেদন জানাই।

যারা বাসে বা ছোটো গাড়ি নিয়ে আসবেন, তারা যদি সিউড়ি, ইলামবাজার, গুসকরার দিক থেকে আসেন তাহলে সুরুল মোড় পাড় হয়ে কালি সায়র মোড় থেকে বাঁ দিকে ৪৫ রাস্তায় ঢুকে বিনয় ভবন পার্কিংয়ে গাড়ি পার্ক করবেন এবং এরপর বালি পাড়ার মধ্য দিয়ে অরশ্রী মার্কেট দিয়ে হেঁটে হাতি পুকুর গেট দিয়ে উৎসব ময়দানে ঢোকা যাবে।

যারা পালিতপুর, নানুর, লাভপুর, আহমেদপুরের দিক থেকে আসছেন তাদের ছোটো গাড়ি লালপুল ব্রিজ পাড় হয়ে সুরশ্রী পল্লীর মধ্যে দিয়ে দূরদর্শন মাঠে গাড়ি পার্কিং করবেন। এবং ভাষা ভবন ও থানার সামনের দিকে পৌষ মেলার মাঠ পার হয়ে এসবিআই এর উল্টো দিকের গেট পেরিয়ে উৎসব মাঠে ঢুকবেন।

যারা শ্যামবাটী ব্রিজ পাড় হয়ে শান্তিনিকেতনে আসছেন, তাদের ছোটো গাড়ি, টোটো, বাইক, সাইকেল জীবকের কাছে রতনকুঠি পার্কিংয়ে যানবাহন রেখে সোজা এগিয়ে পোস্ট অফিস মোড়, লাইব্রেরি মোড় পার হয়ে এসবিআই এর উল্টো দিকে এক নম্বর গেটে ঢুকে উৎসব ময়দানে পৌঁছে যাবেন।

যারা লজ মোড়ের দিক থেকে আসছেন তাঁরা নিশা লজ পার হয়ে বাম দিকের লোহার গেটের দিয়ে হেঁটে বাঁধের পারের রাস্তা পার হয়ে উৎসব মাঠে প্রবেশ করবেন।

চার চাকা গাড়ি পার্কিং যথাক্রমে পশ্চিম দিকে বিনয় ভবন মাঠ, উত্তর দিকে রতনকুঠি পার্কে, পূর্ব দিকে দূরদর্শন কেন্দ্র মাঠ এবং দক্ষিণ দিকে সার্কাস ময়দান পার্কিং। দুচাকা গাড়ি রাখার পার্কিং যথাক্রমে রতনকুঠি পার্কিং, চাতক পার্কিং এবং সাঁতার পুকুর ও নাট্য ঘর পার্কিং। টোটো ৪৫ রোড ধরে সাঁতার পুকুর পর্যন্ত আসবে। শ্যামবাটি হয়ে জীবকের কাছে রতনকুঠি পর্যন্ত আসবে। লজ মোড় থেকে বকুল তলা ফায়ার ব্রিগেড মোড় হয়ে শান্তিনিকেতন থানার মোড় পর্যন্ত আসবে।
বিশ্বভারতীর ছাত্র, কর্মী, আশ্রমিকরা, অতিথি এবং আমন্ত্রিত অভ্যাগতরা প্রয়োজনের মিউজিয়ামের পাশের পার্কিংয়ে গাড়ি পার্কিং করতে পারবেন।
বিশেষ আমন্ত্রিত অভ্যাগতরা সঙ্গীতভবনের গেটের মধ্য দিয়ে ঢুকে এবং প্রয়োজনে ভিতরে গাড়ি করতে পারবেন।

সর্বসাধারণের জন্য খোলা থাকছে এসবিআইয়ের উল্টো দিকের গেট, নিশা লজের কাছে আয়রণ গেট, অরশ্রী মার্কেটের কাছে হাতি পুকুর গেট।
উত্তর দিকে মন্দির গেট ও পূর্ব দিকে নেপাল গেট বন্ধ থাকবে।

Comments