Home » জেলার খবর » চিনপাই ভাগবত আশ্রমে মহোৎসব

চিনপাই ভাগবত আশ্রমে মহোৎসব

১৯১১ সালে মন্দিরের প্রতিষ্ঠা, তারপর থেকেই প্রতিবছর সাড়ম্বরের সঙ্গে চিনপাই ভাগবত আশ্রমে শ্রী শ্রী সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্মতিথি সাড়ম্বরে পালিত হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। উৎসব উপলক্ষে রাজ্য, জেলার বিভিন্ন স্থান থেকে অগণিত ভক্তের আগমন। দিনভর নানা ভক্তিমূলক অনুষ্ঠান। মধ্যাহ্নে প্রসাদ বিতরণ।

অন্য দিকে বীরভূমের অন্যতম খ্যাত পানুরিয়া বিশ্রাম তলাতেও আজ ছিল মহাপ্রসাদ বিতরণ।

ভিডিও ও তথ্যঃ গৌর চক্রবর্তী

 

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments