Home » জেলার খবর » দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ

চিনপাই : সদাইপুর থানার চিনপাই এ ৬০ নাম্বার জাতীয় সড়কে আজ সকাল ৮:৩০ টা নাগাদ ঘটে দুটি বাসের সংঘর্ষ। সিউড়ি থেকে বাহাদুরপুর লাইনের একটি লোকাল বাসের সাথে রানীগঞ্জ – সিউড়ি সুপার ফাস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। চিনপাইয়ের কাছে গাড়ি ঘোরার সময় এমন বিপত্তি ঘটে। দুর্ঘটনায় মোট ২০ জনের মত আহতের খবর পাওয়া গেছে। গাড়ির ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় নবারুণ ক্লাবের সদস্যদের সহযোগিতায় ও সদাইপুর থানার পুলিশের তৎপরতায় আহতের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবরে : মহঃ সাহেব
[uam_ad id=”3726″]

Comments