Home » জেলার খবর » চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বাবার। এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হল ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভুমের সিউড়ি সুপার স্পেসালিটি হাঁসপাতালে। যদিও হাসপাতাল জানিয়েছে তাঁদের কাছে কোনো অভিযোগ নেই।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তি হলেন বরুন বাগদি(৪০)। বাড়ি সাঁইথিয়া থানার কুনুরী গ্রামে। বুধবার সকালে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান। গত মঙ্গলবার সকালে তাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। মৃত ব্যাক্তির ছেলে দাবি। হাসপাতালের চিকিৎসক সমীর দত্তের অধীনে চিকিৎসা শুরু হয়। গভীর রাত্রে বরুন বাগদীর শারীরিক অবস্থার অবনতি হলে ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের জানানো হয় এবং চিকিৎসককে আসতে বলা হয়। যদিও অভিযোগ সেই চিকিৎসক ঠিক সময়ে আসেনি এবং রোগী মারা যায়। রোগীর পরিজনেরা সিউড়ি থানায় মৃতদেহ নিয়ে এসে অভিযোগ দায়ের করে। মৃত বযাক্তির ছেলে রবি বাগদি বলেন, চিকিৎসক ঠিক মতো বাবাকে দেখেন নি। তার গাফিলতির জন্য মারা গিয়েছে। তাই থানাতে অভিযোগ দায়ের করেছি। সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালের সুপার শোভোন দে বলেন, রোগীর পরিবার তার কাছে কোনো অভিযোগ জানান নি। জানালে তদন্ত করা হতো।
তথ্যঃ কৌশিক সালুই
ভিডিও শুভদীপ পাল

Comments