Home » জেলার খবর » চয়নিকা সেরা পাঠক সম্মাননা ২০১৭

চয়নিকা সেরা পাঠক সম্মাননা ২০১৭


সাঁইথিয়া : সারা পশ্চিমবঙ্গে সাঁইথিয়ার চয়নিকা পুস্তক বিপণি সম্ভবত প্রথম শুরু করে ২৩ এপ্রিল বিশ্ব বই দিবসে বইপ্রেমী মানুষদের সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান। ২০০৭ সালে একজন ট্রলি চালক অরুণ সাহা কে প্রথম এই সম্মাননা প্রদান করে শুরু হয়। চয়নিকা সেরা পাঠকের সম্মাননা অনুষ্ঠান। এবছরে জেলা ও জেলার বাইরে থেকে মোট আট জন কে এই সম্মাননা প্রদান করা হবে। উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক স্মরনজিৎ চক্রবর্তী, গৌতম রায় কবি পিনাকী ঠাকুর, বিভাস রায়চৌধুরী, অংশুমান কর, কবি- সাংবাদিক অাবীর মুখোপাধ্যায় সহ বিশিষ্ট কবি সাহিত্যিকেরা। আপনারাও সবান্ধবে আমন্ত্রিত।

Comments